‘আন্দোলনের খেলা বন্ধ করে নির্বাচনে আসুন’

প্রকাশিত: ১৭-০৯-২০২৩ ১৭:৫৮

আপডেট: ১৭-০৯-২০২৩ ১৭:৫৮

কুষ্টিয়া সংবাদদাতা: সরকার পতনের আন্দোলনের খেলা বন্ধ করে নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে  মন দিতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আজ (রোববার) সকালে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন।

হানিফ বলেন, আগামী নির্বাচন আওয়ামী লীগের নেতৃত্বে অবাধ ও সুষ্ঠু হবে। বিএনপি যদি সেই নির্বাচনে অংশ না নেয় তাহলে আবারো এটি হবে তাদের রাজনৈতিক ভুল। এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Nishat/habib