মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক গীতা মেহতার জীবনাবসান

প্রকাশিত: ১৭-০৯-২০২৩ ১৭:৫৫

আপডেট: ১৭-০৯-২০২৩ ১৭:৫৫

আন্তর্জাতিক ডেস্ক: মহান মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক ও মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের যুদ্ধের সংবাদদাতা গীতা মেহতা মারা গেছেন। শনিবার (১৭ই সেপ্টেম্বার) ভারতের রাজধানী নয়াদিল্লির বাসভবনে বার্ধ্যকজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। 

ভারতের উড়িষ্যা রাজ্যের জনপ্রিয় নেতা বিজু পট্টনায়কের ঘরে ১৯৪৩ সালে জন্ম গ্রহণ করেন গীতা মেহতা। পড়াশোনা করেছেন যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। পড়াশোনা শেষে ১৯৭০-৭১ সালে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে যুদ্ধ সংবাদদাতা হিসেবে কাজ করেন। সেই অভিজ্ঞতা তুলে ধরেন তার বহুল প্রশংসিত ‘ডেটলাইন বাংলাদেশ’ তথ্যচিত্রে। 

বিশিষ্ট এই লেখক, তথ্যচিত্র নির্মাতা এবং সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স-এ দেওয়া এক বার্তায় মোদি বলেছেন: ‘প্রখ্যাত লেখিকা গীতা মেহতা জির মৃত্যুতে আমি শোকাহত। তিনি ছিলেন বহুমুখী একজন ব্যক্তিত্ব, লেখালেখির পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের প্রতি তার জ্ঞান এবং আবেগের জন্য তিনি পরিচিত। তিনি প্রকৃতি অনুরাগী ছিলেন।’

 

SAI/habib