চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামে স্থানীয় সরকার দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ রোববার (১৭ই সেপ্টেম্বর) সকালে নগরীর লালদীঘিস্থ সিটি করপোরেশন কার্যালয়ে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মেয়র রেজাউল করিম চৌধুরী।
এ উপলক্ষে দুপুরে নগরীর লালদীঘির ৬ দফা মঞ্চ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পাবলিক লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়।
এছাড়া সিটি কর্পোরেশনের লাইব্রেরি ভবনে ফ্রি চিকিৎসাসেবা দিতে মেডিকেল ক্যাম্প করা হয়েছে। যেখানে সকাল থেকে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের সেবা দেন চিকিৎসকরা। সেইসাথে বিনামূল্যে ওষুধ দেয়া হয় আগত রোগীদের।
Kaniz/habib