আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে একের পর এক সামরিক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। বিশেষ ড্রোন ব্যবহার করে দানিয়ুব নদীর ওপর বেশ কয়েকটি বন্দর সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এর সঙ্গে কৃষ্ণ সাগরে দেশটির শস্যবাহী জাহাজের জন্য করিডোর বন্ধ করে দেয় রুশ সরকার। ফলে বিশ্বজুড়েই খাদ্যশস্যের দাম বেড়ে যায়। এমন পরিস্থিতিতে শস্য চুক্তি নবায়নের জন্য জাতিসংঘের মহাসচিবকে হস্তক্ষেপ করতে হয়।
শস্য চুক্তি নবায়ন নিয়ে জাতিসংঘের তোড়জোড়ের মধ্যেই ইউক্রেনের বন্দর ওডেসা থেকে কৃষ্ণসাগরের এক নতুন পথে ইউক্রেনের মালবাহী বা কার্গো জাহাজ রওনা হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৬ ই সেপ্টেম্বর) ওডেসার চোরনোমর্স্কে পৌঁছা এই দুই জাহাজ বিশ্ববাজারে ২০ হাজার টন গম পরিবহন করতে যাচ্ছে। এর মধ্যে দিয়ে প্রথম কোন বেসামরিক জাহাজ এই পথ দিয়ে চলাচল শুরু করলো। বিট্রিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদেন এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইউক্রেনের বন্দর কর্মকর্তারা জানান, রাশিয়ার সঙ্গে জাহাজের নিরাপত্তা নিশ্চিত চুক্তি ভেঙে যাওয়ার পর ইউক্রেনের একটি বন্দরে বেসামরিক জাহাজ পৌঁছেছে। এর আগে এই করিডোরটি কেবল ইউক্রেন থেকে ছেড়ে আসা জাহাজের জন্য ব্যবহার করা হতো।
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ জানান, জাহাজ দুটি আফ্রিকা এবং আরোয়াট মহাসাগরীয় দ্বীপ দেশ পালাউয়ের পতাকা উড়িয়ে যাত্রা করেছে। জাহাজে ইউক্রেন, তুরস্ক, আজারবাইজান এবং মিশরের জনবল রয়েছেন। অন্য দিকে ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজগুলো মিশর ও ইসরায়েলে গম পৌঁছে দেবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার জানিয়েছেন, নতুন এই রুট নিয়ে তারা আশাবাদী। তবে রাশিয়ার নৌসেনা যে কোনো সময় বেসামরিক জাহাজের ওপর আক্রমণ চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
AR/habib