আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ সময় ধরে ইউক্রেনে যুদ্ধ চলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ। জার্মান সংবাদমাধ্যম ফাঙ্কেকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটো প্রধান এসব কথা বলেন।
সাক্ষাৎকারে জেনস স্টলটেনবার্গ জানান, প্রতিটি যুদ্ধ শুরু হওয়ার পর প্রত্যাশার চেয়ে বেশি সময় ধরে চলতে থাকে। যদি ইউক্রেন ও জেলেনস্কি যুদ্ধ থামিয়ে দেন তাহলে দেশটির অস্তিত্ব থাকবে না। এ জন্য ইউক্রেনে দীর্ঘ সময়ের যুদ্ধের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তবে রাশিয়া ও ভাদিমির পুতিন যুদ্ধ থামিয়ে দিলে আমরা শান্তি পেতে পারি।
ন্যাটোতে ইউক্রেনের যোগদানের প্রসঙ্গ টেনে স্টলটেনবার্গ জানান, ইউক্রেন আমাদের সঙ্গে থাকবে এতে কোনো সন্দেহ নেই। গত জুলাইতে হওয়া শীর্ষ সম্মেলনে ন্যাটোর খুব কাছে চলে এসেছিল কিয়েভ। এই যুদ্ধ শেষ হলে আমাদের ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা করতে হবে। আর তা না হলে ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে।
গত জুলাইয়ে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মলনে সামরিক জোটটির নেতা জানান, কিছু শর্ত পূরণ হলে ইউক্রেন জোটে যোগ দিতে পারবে। ইউক্রেন বিশ্বের অন্যতম শীর্ষ শস্য রফতানিকারক দেশ।
গেল বছরের ২৪শে ফেব্রুয়ারি রাশিয়া দেশটিতে সামরিক অভিযানের পর ইউক্রনের শস্য রফতানিতে ধস নেমে আসে। এছাড়া কৃষ্ণসাগরে ইউক্রেনের শস্যবাহী জাহাজের করিডর বন্ধ করে দেয় রাশিয়া। ফলে বাংলাদেশসহ বিশ্বজুড়েই খাদ্যশস্যের দাম বেড়ে যায়। গত জুনে কিয়েভও রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে। তবে এতে খুব বেশি এগোতে পারেনি ইউক্রেন।
AR/habib