আফগানিস্তানে ১৮ এনজিও কর্মী আটক

প্রকাশিত: ১৭-০৯-২০২৩ ১১:৫৬

আপডেট: ১৭-০৯-২০২৩ ১১:৫৬

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ সুইজারল্যান্ডের একটি এনজিও’র ১৮ জন কর্মীকে আটক করেছে। আরব নিউজ জানায়, মধ্য আফগানিস্তানের ঘোর প্রদেশের অফিস থেকে কর্মীদের তুলে নিয়ে রাজধানী কাবুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সহায়তা মিশন (আইএএম)।

সংস্থাটি জানায়, এই মুহূর্তে আমাদের কর্মীদের বিরুদ্ধে করা অভিযোগ সম্পর্কে আমাদের কাছে কোন তথ্য নেই। তাই চলমান এই পরিস্থিতি সম্পর্কে কোন মন্তব্য বা অনুমান করতে পারছি না। তবে আমাদের সংস্থার বা কোনও পৃথক স্টাফ সদস্যের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হলে আমরা স্বাধীনভাবে তা পর্যালোচনা করব। যদিও তালেবান কর্তৃপক্ষ এই বিষয়ে এখন পর্যন্ত কোন মন্তব্যে করেনি।

আইএএম ১৯৬৬ সাল থেকে আফগানিস্তানে কাজ করে আসছে। প্রথমদিকে তারা চোখের যত্ন নেওয়ার বিষয়টি নিয়ে কাজ করা শুরু করলেও পরবর্তীতে সংস্থাটি স্বাস্থ্য ও শিক্ষা নিয়েও কাজ শুরু করে।

sanjida/shimul