বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবনের ঝড় সামলে পেশাগত জীবনে পুরোপুরি মন দিয়েছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। বলিউডে পা রেখেই কাজ করেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর মতো জনপ্রিয় সিরিজে। ইতিমধ্যেই আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এও কাজ করে ফেলেছেন সামান্থা।
পেশাগত দায়িত্ব শেষ করে সম্প্রতি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। গত বছর থেকে পেশির প্রদাহজনিত বিরল রোগ মায়োসাইটিসে ভুগছেন সামান্থা। রোগের চিকিৎসা করানোর জন্য আপাতত আমেরিকায় আছেন এই অভিনেত্রী। সঠিক চিকিৎসায় খুব তাড়াতাড়ি নাকি সুস্থও হয়ে এরপরেই নাকি শুটিং ফ্লোরে ফিরতে চলেছেন সামান্থা। কানাঘুষো চলছে এ বার ছোট পর্দায় নয়, একেবারে বড় পর্দায় বলিউডের এক বড় তারকার বিপরীতে নাকি দেখা যাবে সামান্থাকে।
কয়েক মাস আগে থেকে শোনা যাচ্ছিলো, আগামী বছর ঈদের ছবির জন্য কারান জোহরের প্রযোজনায় জুটি বাঁধতে চলেছেন সালমান-সামান্তা। শোনা যাচ্ছে, কারানের প্রযোজনায় ‘শেরশাহ’ খ্যাত পরিচালক বিষ্ণু বর্ধনের ছবিতে দেখা যাবে তাদের। সালমানের সঙ্গে এই প্রথম বার কাজ করতে চলেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত এই অভিনেত্রী। আরোও জানা যায় এই ছবিতে এক সেনা জওয়ানের ভূমিকাতে দেখা যেতে চলেছে সালমানকে।
প্রায় ২৫ বছর পর আবারোও এক ছবিতে কাজ করতে চলেছেন কারান ও সালমান। ১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে শেষ বার একসঙ্গে কাজ করেন দু’জনে। ওই ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন সালমান। পর্দায় উপস্থিতি কম সময়ের হলেও তাঁর চরিত্র নজর কেড়েছিল দর্শক ও সমালোচকদের। দুই যুগ পরে কারান ও সালমানের যুগলবন্দি দেখতে মুখিয়ে অনুরাগীরা। পাশাপাশি, পর্দায় সামান্থা ও সালমানের জুটি নিয়েও কম উৎসাহী নন তারা।
Sumyia/shimul