জনপ্রিয়তা পেয়েছে ‘সমলয়’ পদ্ধতিতে ধান চাষ

প্রকাশিত: ১৭-০৯-২০২৩ ১০:১০

আপডেট: ১৭-০৯-২০২৩ ১০:৪০

পাবনা সংবাদদাতা: পাবনায় কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে সমলয় পদ্ধতিতে ধান চাষ। এ পদ্ধতিতে বীজতলা  থেকে চারা তোলা ও রোপণ এবং ধান কাটা, সবই সম্পন্ন হয় যন্ত্রের সাহায্যে। আধুনিক এই যান্ত্রিক পদ্ধতিতে ধান উৎপাদনে সময়, শ্রম ও ব্যয় কমায় লাভবান হচ্ছেন চাষিরা। বাড়ছে ফলন ও চাষের পরিমাণ। 

সারি সারি প্লাস্টিকের ট্রেতে সাজানো বীজতলায় জন্মানো হয়েছে চারা। আধুনিক রাইস প্ল্যান্টার যন্ত্রের মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে মূহুর্তেই সেই চারা রোপণ করা হচ্ছে মাঠে। একজন শ্রমিক যেখানে এক একর জমিতে ধান রোপন করতে কমপক্ষে চারঘন্টা সময় নেয়, সেখানে একই পরিমাণ জমিতে রাইসপ্ল্যান্টারে চারা রোপণ করা যায় মাত্র ২০ মিনিটে।

ধান চাষে যন্ত্রের ব্যবহারের মাধ্যমে শ্রমিক সংকট কাটিয়ে উঠা ও অতিরিক্ত ব্যয় কমানোর আধুনিক এই পদ্ধতির নাম সমলয়। যেখানে চারা রোপণ থেকে শুরু করে ধান কাটা, মাড়াই সবকিছুই হয় যন্ত্রের সাহায্যে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি কমেছে উৎপাদন ব্যয়। তাই এই পদ্ধতিতে আবাদ করতে আগ্রহী হচ্ছেন চাষিরা। 

গত কয়েক বছরে পাবনায় চাটমোহর, আটঘরিয়া ও সুজানগর উপজেলায় সমবায় ভিত্তিতে সমলয় চাষের প্রদর্শনী করেছে কৃষিবিভাগ। এর ফলে কৃষকরা এই পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছে।

চলতি মৌসুমে পাবনায় প্রায় ৩০০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে ধানের চাষ করেছেন কৃষকেরা।

 

Priyonty/shimul