শ্রীমঙ্গলের ডলুছড়ার বাসিন্দাদের চলাচলে ভোগান্তি

প্রকাশিত: ১৭-০৯-২০২৩ ১০:০৮

আপডেট: ১৭-০৯-২০২৩ ১০:৪০

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গল ডলুছড়া এলাকার বালিশিরা পাহাড় ব্লকের শিক্ষার্থীদের পাহাড়Ñজঙ্গল মাড়িয়ে পানি পেরিয়ে স্কুলে যেতে হয়। নিত্য এই দুর্ভোগ সহ্য করেই চলতে হচ্ছে শিক্ষার্থী ও গ্রামবাসীকে। ভুগতে হয় জুম ও ফলচাষিদেরও। স¤প্রতি তাদের সঙ্গে যোগ হয়েছে আশ্রয়ণ প্রকল্প-২-এর ১১৩টি পরিবার। 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ডলুছড়া এলাকার পাহাড় ব্লকের একমাত্র সড়কটির এমন বেহাল দশা। এপথে প্রতিদিন নানা চড়াই-উৎরাই পার হতে হয় শিক্ষার্থীদের। শুধু শিক্ষার্থী নয়, ভোগান্তি পোহাতে হয় জুম ও ফলচাষিদেরও। একই অবস্থা সেখানকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদেরও।

শিক্ষার্থীদের প্রতিদিন স্কুলে যাওয়া যেন যুদ্ধ জয় করা। কখনও লাফ দিয়ে, কখনও জঙ্গল মাড়িয়ে, কোথাও গাছের গুড়িতে ভাঙন পেরিয়ে, আবার কোথাও পাহাড়ি ছড়ার পানিপথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হয় ৫ থেকে ১১ বছর বয়সী এই শিশুদের। 

রাস্তাটি সংস্কারের জন্য একটি প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।

অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত এ রাস্তাটি করে দেওয়া হবে বলেও জানান তিনি।

 

Laiza/shimul