আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্য রয়েছে। স্থানীয় সময় শনিবার দেশটির আমাজন রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। বিমানটিতে কতজন আরোহী ছিলেন বা বিধ্বস্ত হওয়ার কারণ কী, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের গভর্নর উইলসন লিমা। এদিকে, ইতালির তুরিন শহরে যুদ্ধবিমান প্রদর্শণীর অনুশীলনে অংশ নেয়া একটি বিমান গাড়ির উপর বিধ্বস্ত হলে গাড়িতে থাকা ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। দগ্ধ হন গাড়িতে থাকা মা-বাবসহ আরও এক শিশু।
AAJ/shimul