লালমনিরহাটে ট্রাকচাকায় সাংবাদিক নিহত

প্রকাশিত: ১৭-০৯-২০২৩ ০১:০৬

আপডেট: ১৭-০৯-২০২৩ ০৯:৪৫

লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউনুস আলী (৪৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। 

শনিবার (১৬ই সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের বিদ্যুৎ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাংবাদিক ইউনুস আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি ‘সময়ের কন্ঠস্বর’ ও ‘স্বদেশ প্রতিদিন’ নামে দুইটি পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি লালমনিরহাট জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ছিলেন।  

পুলিশ জানায়, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে মোটরসাইকেল যোগে হাতীবান্ধা ফিরছিলেন সাংবাদিক ইউনুস আলী। ঘটনাস্থলে পৌঁছালে বুড়িমারী থেকে আসা একটি পণ্যাবাহি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সাংবাদিক ইউনুস আলী। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে। 

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Prottay/Bodiar