বাফুফের ফুটবল একাডেমির যাত্রা শুরু

প্রকাশিত: ১৬-০৯-২০২৩ ১৯:৫৭

আপডেট: ১৬-০৯-২০২৩ ২১:১৬

ক্রীড়া ডেস্ক: আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফের ফুটবল একাডেমির। শনিবার বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে এই একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া মানিক। এসময় বাফুফের ফুটবল একাডেমির শুভেচ্ছা দূত হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা জাহিদ হাসান।

এখানে দু’টি ক্যাটাগরিতে ৪০ জন করে মোট ৮০ জন ফুটবলারকে প্রশিক্ষণ দেবে বাফুফে। প্রাথমিকভাবে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার বিকেল এবং শুক্র ও শনিবার সকালে দেড় ঘণ্টা অনুশীলন করানো হবে। 

স্থান নির্ধারণ করা হয়েছে বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফ ও কমলাপুর স্টেডিয়াম। এই একাডেমি থেকে ভালো খেলোয়াড়রা পরবর্তীতে এলিট একাডেমিতে ট্রায়ালের সুযোগ পাবে। 

Saju/habib