আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ায় শক্তিশালী ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বন্যায় পানির নিচে তলিয়ে আছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর দেরনা। এতে মৃতদের দাফনকাজ বিঘ্নিত হচ্ছে। মরদেহ থেকে মহামারী ছড়িয়ে পড়ার আশংকায় শহরটি বেসামরিক নাগরিকদের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে, নিহতদের গণকবর দেয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এই ঘটনা নিহতদের পরিবারগুলোকে দীর্ঘমেয়াদী মানসিক যন্ত্রণার পাশাপাশি বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে বলে আশংকা করছে সংস্থাগুলো।
অন্যদিকে, সর্বস্ব হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছে মরক্কোর ভূমিকম্প বিধ্বস্ত এলাকার বাসিন্দারা। ধ্বংস্তুপের ওপর তাবু পেতে দিন কাটাচ্ছে তারা। সন্তানদের ভবিষ্যত নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। ইউনেস্কো জানিয়েছে, ভূমিকম্পে দেশটির এক লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে।
AR/habib