কিমের রাশিয়া সফর নিয়ে উদ্বেগে পশ্চিমারা

প্রকাশিত: ১৬-০৯-২০২৩ ১৯:৫১

আপডেট: ১৬-০৯-২০২৩ ১৯:৫১

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় সফররত উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের কোনও সামরিক চুক্তি হয়নি। এমনটাই জানিয়েছে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন। এদিকে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আশঙ্কা, কিমের এই সফর ইউক্রেনে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি এবং পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও জোরদার করবে। 

৪ দিন ধরে রাশিয়া সফরে রয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তার এই সফর ঘিরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে অস্ত্র চুক্তির আশঙ্কা করছিলেন পশ্চিমারা। কিন্ত রুশ  প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের সঙ্গে কিম জং উনের কোনও সামরিক চুক্তি হয়নি। কিমের এই সফরে কোনও আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করার পরিকল্পনা ছিলো না বলেও জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। 

এদিকে, কিমের এই সফরে উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আশঙ্কা, কিমের এই সফর ইউক্রেনে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি এবং পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও জোরদার করবে।

শুক্রবার রাশিয়ার যুদ্ধবিমান তৈরির কারখানা পরিদর্শন করেছেন উত্তর কোরিার নেতা কিম জং উন।  উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, যুদ্ধবিমান তৈরির কারখানা পরিদর্শন করে মুগ্ধ হয়েছেন কিম। আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ­¬াদিমির পুতিন বলেছেন, উত্তর কোরিয়ার সাথে ‘ভালো সম্পর্ক’ গড়ে তুলবে রাশিয়া।  

 

AAJ/habib