নিউ ইংল্যান্ড উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন ‘লি’

প্রকাশিত: ১৬-০৯-২০২৩ ১৯:৫০

আপডেট: ১৬-০৯-২০২৩ ১৯:৫০

আন্তর্জাতিক ডেস্ক: ঘন্টায় সর্বোচ্চ ৭৪ মাইল বেগে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে ক্যাটাগরি এক মাত্রার হারিকেন লি। 

স্থানীয় সময় শনিবার (১৬ই সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হারিকেন লি’র প্রভাবে সেখানে ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা জারি করেছে মার্কিন আবহাওয়া বিভাগ। মেইন ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

ঝড়টি নিউ ইংল্যান্ড হয়ে কানাডার নোভা স্কটিয়ায় আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। ইতোমধ্যে নোভা স্কটিয়া ও নিউ ব্রান্সউইকে ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অঞ্চলটির অন্তত ৫০ হাজার মানুষ। যোগাযোগ ব্যবস্থা ব্যহত হচ্ছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট।

 

AR/habib