কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারে অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাভা বিচ ভলিবলে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর নারী বিভাগে উজবেকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে।
গতকাল (শুক্রবার) বিকেলে ভলিবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এক সপ্তাহ আগে শুরু হওয়া আন্তর্জাতিক এই আসরে অংশ নেয় ভারত, পাকিস্তান, উজবেকিস্তানসহ বিভিন্ন দেশের খেলোয়াড়রা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিনসহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ খেলোয়াড়দের মাঝে মেডেল, প্রাইজমানি এবং ট্রফি তুলে দেয়া হয়।
Nishat/habib