মুন্সিগঞ্জ সংবাদদাতা: এ বছর যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে এতে দেশে আলুর কোন ঘাটতি নেই। একটি অদৃশ্য হাত আলুর বাজারকে অস্থির করেছে। আগামী কয়েকদিনের মধ্যে আলুর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেয়া দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে আলুর দাম বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
আজ শনিবার (১৬ই সেপ্টেম্বর) দুপুরে মুন্সিগঞ্জের মুক্তারপুরে রিভারভিউ কোল্ড স্টোরেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, আলু বিক্রির ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা পাকা রশিদ ব্যবহার না করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন ও পুলিশ মোহাম্মদ আসলাম খান।
Kaniz/habib