মাগুরা সংবাদদাতা : মাগুরায় ৫ রোহিঙ্গাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। একটি বাসে তল্লাশির সময় সন্দেহ হলে তাদেরকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়।
আটককৃতরা সবাই কক্সবাজারের উখিয়ার ১ নং কুতুপালং শরণার্থী শিবিরের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আটককৃতরা হলো সেলিম (১৯), সাদেক নূর (২৩), আরাফাত (১৭), রবিউল (২৮) ও সালমান (১৬)।
শ্রীপুর থানা পুলিশ জানায়, শনিবার ভোর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের শ্রীপুর ওয়াপদা মোড় এলাকায় চেক পোস্ট চলাকালীন সময়ে নিউ গ্রিন এক্সপ্রেস নামে একটি পরিবহন বাসে তল্লাশিকালে ওই ব্যক্তিদেও আচরণে সন্দেহ হলে তাদের পরিচয় জানতে চায় পুলিশ।
এ সময় তারা নিজেদেরকে রোহিঙ্গা পরিচয় দিয়ে ক্সবাজার কুতুপালং এর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে স্বীকার করে। পরে তাদের পুলিশে হেফাজতে নেয়া হয়। পরবর্তীতে আদালতে তোলা হলে, আদালতদ তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর নির্দেশ প্রদান করেছেন বলে জানায় পুলিশ।
lamia/habib