নিজস্ব প্রতিবেদক: সর্বজনীন পেনশন স্কিম বৃদ্ধ বয়সে কর্মহীন মানুষের জন্য সবচেয়ে বড় সহায়ক হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
আজ (শনিবার) সকালে, রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, পেনশন স্কিমটি উন্নত বিশ্বের বিভিন্ন দেশের সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে। যেহেতু এই স্কিমটি সরকার পরিচালনা করবে তাই এটি নিয়ে শংকার কিছু নেই। সর্বজনীন পেনশন ব্যবস্থাকে টেকসই ও জনবান্ধব করতে ডিবেট ফর ডেমোক্রেসির ১০ দফা সুপারিশের প্রেক্ষিতে পরিকল্পনা মন্ত্রী বলেন, পেনশন স্কিম আরও গ্রহণযোগ্য ও জনপ্রিয় করে তুলতে সংস্কার করা প্রয়োজন।
এসময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান চৌধুরী কিরণ বলেন, পেনশন স্কিমের অর্থ বিনিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে সরকারকেই।
Zubayer/habib