আন্তর্জাতিক ডেস্ক: গত তিন সপ্তাহ ধরে নিখোঁজ থাকা চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি সাংফুর খোঁজ মিলেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেশটির অন্তত ১০ জন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, সামরিক ও যুদ্ধাস্ত্র কেনাকাটায় দুর্নীতি করার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। আর এখন তিনি তদন্তকারীদের অধীনেই রয়েছেন।
চীনের সামরিক বাহিনীর ‘সামরিক সরঞ্জাম ক্রয়ের’ যে ইউনিট আছে- ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সেই ইউনিটের প্রধানের দায়িত্ব পালন করেছেন লি। আর সেই সময়ই সেখানে দুর্নীতির ঘটনা ঘটেছিল। আর এ দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে লি-সহ আরও ৮ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে।
চলতি বছরের মার্চে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পান লি। দায়িত্ব নেওয়ার কয়েক মাস পরই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। আর এ তদন্ত করছে দেশটির সশস্ত্র বাহিনীর প্রভাবশালী ডিসিপ্লিনারি ইনসপেকশন কমিশন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল গতকাল শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) চীনের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে জানায়, লি-কে গত সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সপ্তাহখানেক আগে ভিয়েতনামের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা থাকলেও লি সেই বৈঠক থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।
এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ব্যাখ্যাতীতভাবে নিখোঁজ হয়েছিলেন। পরে গত জুলাইয়ে তাঁকে পদচ্যুত করা হয়।
afroza/habib