আন্তর্জাতিক ডেস্ক: আবারও আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বিশ্বে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের সদস্য সৌদি আরব ও রাশিয়ার তেল উত্তোলন কমানোর সিদ্ধান্তে জ্বালানি তেলের দাম নতুন করে বেড়েছে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা বলছেন, ‘পরিকল্পিত’ কৌশলে সরবরাহ সংকট দেখিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৪ ই সেপ্টেম্বর) বেড়ে যাওয়া জ্বালানি তেলের দাম চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। ওই দিন অপরিশোধিত জ্বালানি তেলের দুই বেঞ্চমার্ক ক্রুড এবং ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারন্যাশনাল (ডব্লিউটিআই) উভয়ের দামই বেড়েছে।
এদিন প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড ৯৩ দশমিক ৭০ ডলারে এবং প্রতি ব্যারেল ডব্লিউটিআই ৯০ ডলারে কেনাবেচা হয়েছে। যা আগের দিনের তুলনায় প্রতি ব্যারেলে যথাক্রমে ১ দশমিক ৮২ ডলার এবং ১ দশমিক ৬৪ ডলার বেশি।
অধিকাংশ পশ্চিমা বিশ্লেষকরা জানান, সৌদি আরব ও রাশিয়া পরিকল্পিতভাবে তেলের দাম বাড়াচ্ছে। জ্বালানির বাজার বিশ্লেষণকারী কর্মকর্তা তামাস ভারগা মনে করেন, বাজারের এই চাঙাভাব অস্বাভাবিক। এটি পরিকল্পিত কৌশলের অংশ হিসেবে করা হচ্ছে।
আরেক বিশ্লেষণকারী সংস্থা অ্যাগেইন জানান, সরবরাহ সংকট থেকেই জ্বালানির বাজারে দাম বেড়েই চলেছে। অথচ শীতের কারণে কিছুদিনের মধ্যে পশ্চিমা দেশগুলোতে তেলের চাহিদা বেড়ে যাবে। অভ্যন্তরীণ সংকটের মুখে চীন এবং ডলার সাশ্রয় করে রিজার্ভ সংরক্ষণের জন্য গত বছরের মাঝামাঝি সময়ে উন্নয়নশীল দেশগুলো অপরিশোধিত জ্বালানি তেল কেনা বন্ধ করে দেয়। ফলে বাজারে মন্দাভাব শুরু হয়। এতে তেল উৎপাদনকারী দেশগুলো লোকসানের স্বীকার হয়।
AR/habib