নিজস্ব প্রতিবেদক: দেশে সুষ্ঠু নির্বাচন চায় না ক্ষমতাসীন আওয়ামী লীগ। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ শনিবার (১৬ই সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভাইস-চেয়ারম্যান এবং সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি।
এসময় রিজভী বলেন, ‘সরকার সাজানো নির্বাচন করতে চায়। কিন্তু এই সুযোগ আর দেয়া হবে না। কারণ যারা গণতন্ত্র বিশ্বাস করে তারা একযোগে রাস্তায় নেমে অবরোধ করে এ সরকারকে রুখে দেবে।’
afroza/habib