বগুড়ায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১৬-০৯-২০২৩ ১৭:১২

আপডেট: ১৬-০৯-২০২৩ ১৭:১২

বগুড়া সংবাদদাতা : বগুড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) বগুড়া সদর থানায় বগুড়া-রংপুর মহাসড়কে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, শারমিন বড়ুয়া (৩৭), প্রভাত চন্দ্রব ভ্রামন (৪৫) ও পরিমল চন্দ্র বর্মণ (৩২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া কার্যলয়ের উপ-পরিচালক মো. রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বগুড়া-রংপুর মহাসড়কে বিছমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনের রাস্তায় বগুড়া থেকে রংপুরেগামী একটি গাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় স্কচটেপ মোড়ানো পাঁচটি প্যাকেট ভেতর নীল রঙয়ের ১০টি করে পলিথিনের প্যাকেট পাওয়া যায়। প্রতিটিতে ২০০টি কওে মোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। এসময় ওই গাড়িতে থাকা ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

AR/habib