দেশকে পিছিয়ে নেয়ার ষড়যন্ত্র করছে বিএনপি- স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৬-০৯-২০২৩ ১৬:৩৮

আপডেট: ১৬-০৯-২০২৩ ২০:৫২

নারায়ণগঞ্জ সংবাদদাতা: ষড়যন্ত্র করে বিএনপি জোট দেশকে পিছিয়ে নেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দ্রুতগতিতে এর মোকাবিলা করে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করা হবে। 

আজ শনিবার (১৬ই সেপেটম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিকেএমইএ এর নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বে বাংলাদেশকে বদলে দিয়েছেন। ২০০৮ সালে যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয় তখন অনেকে হেঁসেছে। বাংলাদেশের মানুষ এখন সেই ডিজিটাল সুফল পাচ্ছে। আগামী নির্বাচনে শেখ হাসিনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিকেএমইএ’র সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।

 

Kaniz/habib