নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইল ও নাটোরে অনুষ্ঠিত হয়ে গেল নৌকাবাইচ প্রতিযোগিতা। এতে শতাধিক নৌকা অংশ নেয়। নৌকাবাইচ দেখতে ভিড় জমায় হাজারও নারী-পুরুষ। যা মিলন মেলায় পরিণত হয়। এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ। এমন আয়োজন আগামীতেও করার দাবি জানান দর্শনার্থীরা। প্রতিযোগিতার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়া খ্যাত চাপড়া বিলে শুক্রবার গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মালেক মিঞা স্মৃতি ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে প্রায় অর্ধশতাধিক নৌকা অংশ নেয়।
বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর মাঝি মল্লার নাচে গানে মুখরিত হয়ে উঠে টাঙ্গাইলের বাসাইলের চাপড়া বিল। এসময় বিলের পাড়ে ভিড় করে হাজারও নারী-পুরুষ। নানা পসরা সাজিয়ে বসে দোকানিরা। উৎসবের আমেজ বিরাজ করে। এছাড়া এ উপলক্ষে প্রায়ই প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজন বাড়িতে আশায় মিলন মেলায় পরিণত হয়।
প্রতিযোগিতায় ‘মা-বাবার দোয়া’ নামের নৌকা চ্যাম্পিয়ন এবং ‘চাচা-ভাতিজা’ নামের নৌকা রানার আপ হয়।
গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজক অধ্যাপক এমএ সামাদ।
এদিকে, শুক্রবার বিকেলে চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মোট ১৮টি নৌকা অংশ নেয়। নৌকাবাইচ দেখতে নদীর দু’পাড়ে হাজারও মানুষের ঢল নামে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সিরাজগঞ্জের নৌকা ‘স্বপ্নের তরী’।
Prottay/shimul