‘নিখোঁজ’ চীনের প্রতিরক্ষামন্ত্রী!

প্রকাশিত: ১৬-০৯-২০২৩ ০৪:০৮

আপডেট: ১৬-০৯-২০২৩ ০৯:৪৪

আন্তর্জাতিক ডেস্ক: গত তিন সপ্তাহ ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে না চীনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফুকে। প্রভাবশালী এ মন্ত্রীর হঠাৎ নিখোঁজ নিয়ে চলছে জল্পনা।

যুক্তরাষ্ট্রের কূটনৈতিকদের বরাত দিয়ে বার্তাসংস্থা ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে লি সাংফুকে। তদন্তও চলছে তার বিরুদ্ধে। চীনের এ প্রতিরক্ষামন্ত্রীকে গৃহবন্দী করা হয়ে থাকতে পারে বলেও জানিয়েছেন মার্কিন কূটনীতিকরা। 

শাংফু গত আগস্টে একটি নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে মস্কোয় যান। এর দুদিন পর বেলারুশ একটি ছবি প্রকাশ করে, এতে শাংফুকে সে দেশের প্রেসিডেন্ট আলেকজেন্ডার লুকাশেঙ্কোর সাথে বৈঠক করতে দেখা যায়। এরপর আর জনসমুক্ষে দেখা যায়নি তাকে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সপ্তাহখানেক আগে ভিয়েতনামের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা থাকলেও লি সেই বৈঠক থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। তবে লি শাংফুর বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি চীন। 

এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ব্যাখ্যাতীতভাবে নিখোঁজ হয়েছিলেন। পরে গত জুলাইয়ে তাঁকে পদচ্যুত করা হয়। 

 

shamima/Bodiar