‘সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ’

প্রকাশিত: ১৫-০৯-২০২৩ ২১:৪৯

আপডেট: ১৫-০৯-২০২৩ ২১:৪৯

রংপুর সংবাদদাতা: সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিশ্ব বাজারের চেয়েও আমাদের দেশে নিত্যপণ্যের দাম অনেক বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

আজ শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

এ সময় তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টি এখন পর্যন্ত ৩০০ আসনেই প্রার্থী নির্বাচন করে রেখেছে, ভবিষ্যতে অবস্থা বুঝে ব্যাবস্থা নেয়া হবে। 

এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, আদেলুর রহমান আদেলসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

 

Kaniz/prabir