ক্রীড়া ডেস্ক: নেপালে আগামী ২১ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা।
এই আসরে ৬টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। বাংলাদেশ বি’ গ্রুপে লড়বে ভারত ও ভুটানের বিপক্ষে। গ্রুপে শীর্ষে থাকা দুটি দল পরবর্তী পর্বে খেলার সুযোগ পাবে।
এই উপলক্ষে কাল শনিবার বাফুফের ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী দিনে নেপালের কাঠমন্ডুতে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে শক্তিশালী ভারতের বিপক্ষে। একই মাঠে ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
Saju/prabir