ওয়ানডে ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ১৫-০৯-২০২৩ ২০:১৮

আপডেট: ১৫-০৯-২০২৩ ২০:১৮

ক্রীড়া ডেস্ক: আইসিসির ওয়ানডে ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। ৩২ ম্যাচে ৯২ পয়েন্ট নিয়ে সাকিব আল হাসানদের বর্তমান অবস্থান তালিকার আটে। চলমান এশিয়া কাপে ব্যর্থতার কারণে মূলত টাইগাদের র‌্যাংকিয়ে পিছিয়ে পড়া। 

আজ শুক্রবার আইসিসি প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে টাইগারদের টপকে সাত নম্বরে উঠেছে শ্রীলঙ্কা। ৩৭ ম্যাচে লঙ্কানদের রেটিং পয়েন্ট এখন ৯৩। এদিকে, লঙ্কানদের বিপক্ষে হেরে শীর্ষস্থান হারিয়েছে পাকিস্তান। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে চলে গেছে বাবর আজমের দল। 

১১৮ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে। ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত।

 

Saju/prabir