ক্রীড়া ডেস্ক: ২০১৪ সালে ব্যাটিং করার সময় মাথায় গুরুতর আঘাত পান অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ফিল হিউজ। দুইদিন পর হাসপাতালে মৃত্যুবরণ করেন সেই অজি ক্রিকেটার। এরপরই ব্যাটারদের হেলমেটের সঙ্গে নেক গার্ড ব্যবহার করার নির্দেশনা দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সময়ের সাথে সাথে এখন সেই নির্দেশনা না থাকায় অনেক ক্রিকেটারই তা এড়িয়ে চলছেন। তবে এবার আবারও বাধ্যতামূলকভাবে নেক গার্ড ব্যবহার করার নির্দেশনা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
দেশটির ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য নতুন এই নিয়ম প্রযোজ্য হবে, যা বাধ্যতামূলকভাবে মানতে হবে ক্রিকেটারদের। না মানলে নিয়মানুযায়ী শাস্তি পেতে হবে। এই নিয়ম নারী-পুরুষ উভয় দলের জন্য প্রযোজ্য।
যদিও অজি ক্রিকেটারদের অনেকেই এই গার্ড ব্যবহারে তেমন আগ্রহী নন। দলটির তারকা ক্রিকেটার স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, উসমান খাজাদের মতো তারকা ক্রিকেটারদেরও এই ব্যাপারে প্রচণ্ড অনীহা। ফলে ঘাড়ের প্রটেকশন ব্যবহারে এবার কঠোর অবস্থানে অস্ট্রেলিয়া ক্রিকেট।
এই নির্দেশ না মানলে বোর্ডের কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে শাস্তি পাবে ক্রিকেটাররা। এমনকি নিষেধাজ্ঞাও জারি করা হতে পারে।
sanjida/shimul