ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১৫-০৯-২০২৩ ১৬:১৬

আপডেট: ১৫-০৯-২০২৩ ১৬:১৬

মানিকগঞ্জ সংবাদদাতা: মানিকগঞ্জের দৌলতপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এরশাদ বিশ্বাস (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরকাটারী ইউনিয়নের লালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এরশাদ বিশ্বাস ওই এলাকার  ফুলচান বিশ্বাসের ছেলে।

জানা যায়, দৌলতপুরের চরকাটারী ইউনিয়নের যমুনা নদীর পশ্চিম পাড় এবং পার্শ্ববর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাইকশা মাইজাইল গ্রামের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলার সময় দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। 

এ সময় উভয়পক্ষের অভিভাবকরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক সময়ে প্রতিপক্ষের হামলায় মাথায় আঘাত পান এরশাদ। স্থানীয়রা তাকে দৌলতপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এরশাদকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সফিকুল ইসলাম মোল্লা জানান, সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

 

Kaniz/habib