এশিয়ান গেমসে ভালো করতে চায় ফুটবল দল

প্রকাশিত: ১৫-০৯-২০২৩ ১৪:৫৬

আপডেট: ১৫-০৯-২০২৩ ১৬:৩০

ক্রীড়া ডেস্ক: চীনে অনুষ্ঠিতব্য এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল ভালো খেলবে বলে আশাবাদী দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ১৯তম এশিয়ান গেমসকে সামনে রেখে চীনের উদ্দেশে দেশ ছাড়ার আগে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এমন আশাবাদ জানান কোচ। দলের প্রস্তুতিও ভালো হয়েছে বলে জানান তিনি। 

আজ রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। এই আসর উপলক্ষে এরইমধ্যে ২২ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আবাসিক ক্যাম্পে প্রস্তুতিও সেরেছেন খেলোয়াড়রা। আগামী ১৯শে সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়ান গেমসে যাত্রা শুরু হবে বাংলাদেশ দলের। তবে, এশিয়ান গেমসের মূল আসর শুরু হবে ২৩শে সেপ্টেম্বর থেকে। আর পর্দা নামবে ৮ই অক্টোবরে।

AAA/shimul