নিজস্ব প্রতিবেদক: সরকার বাজারে নির্দিষ্ট কয়েকটি পণ্যের দাম বেঁধে দিলেও তা মানছেন না ব্যবসায়ীরা। আগের দামেই বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ ও ডিম। এতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। এদিকে, সরকার নির্ধারিত দাম নিশ্চিত করতে বাজারে নজরদারি চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার।
নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। তাই বাধ্য হয়ে আলু, পেঁয়াজ ও ডিমের দাম বেঁধে দেয় সরকার। কিন্তু শুক্রবার সকালে বাজার ঘুরে দেখা যায় এই নির্দেশনা মানছেন ব্যবসায়ীরা; বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় খুচরা বাজারে প্রতিটি ডিমের দাম ১২ টাকা, আলুর দাম প্রতিকেজি ৩৫-৩৬ টাকা এবং পেঁয়াজের দাম ৬৪-৬৫ টাকা নির্ধারণ করে দেয়। ঘোষণার পর থেকেই বাজারে এ দাম কার্যকর হওয়ার কথা। তবে পরের দিন শুক্রবারও সেটা হয়নি। ব্যবসায়ীদের দাবি, পাইকারী বাজার থেকে যেভাবে কিনেছেন সেভাবেই বিক্রি করছেন।
রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, প্রতি হালি ডিম আগের মতো ৫০ থেকে ৫২ টাকা। প্রতি কেজি আলু ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ভারতের আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকা এবং দেশি পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। সরকার ঘোষণা দিলেও বাজারে তার প্রভাব না পড়ায় ক্ষোভ জানান ক্রেতারা।
এমন অবস্থা সব পণ্যেই। সরবরাহ ভালো থাকায় সামুদ্রিক ও দেশি মাছের দাম কিছুটা কমলেও এখনো নাগালের বাইরে। ইলিশ, শাক-সবজি ও মাংস আগের দামেই বিক্রি হচ্ছে।
এদিন, বাজার তদারকিতে কারওয়ান বাজারে আসেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। তাদের আসার খবর শুনেই অনেক ব্যবসায়ী দোকান রেখে পালিয়ে যান। এসময় মূল্য তালিকা না টানানোয় কয়েক ব্যবসায়ীকে জারিমানা করা হয়।
এদিকে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। বেধে দেয়া পণ্যগুলোর দাম শক্তভাবে মনিটরিং করা হচ্ছে।
FM/shimul