সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত: ১৫-০৯-২০২৩ ১০:০০

আপডেট: ১৫-০৯-২০২৩ ১৩:৪৭

অনলাইন ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়েছে। এটি আরও শক্তি সঞ্চয় করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে। 

এছাড়া আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। 

এদিকে, দেশের সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

 

Priyonty/shimul