নারায়ণগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২

প্রকাশিত: ১৫-০৯-২০২৩ ০২:৪৯

আপডেট: ১৫-০৯-২০২৩ ০৯:২৩

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দশ হাজার পিস ইয়াবাসহ রুবেল ও সুজন নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার উপজেলার মেঘনা নিউটাউন এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা আমেরিকা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে দশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ছেড়ে আসা আমেরিকা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে দুইজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যে দশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। মাদকের চালানটি ঢাকা নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। 

 

Prottay/Bodiar