ইরানে আরও কঠোর হচ্ছে হিজাব আইন

প্রকাশিত: ১৫-০৯-২০২৩ ০১:০১

আপডেট: ১৫-০৯-২০২৩ ০৯:১৯

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করতে কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে দেশটির সরকার। আইনটির খসড়া অনুসারে, হিজাব না পরলে ১০ বছরের কারাদণ্ড হওয়ার বিধান রাখা হয়েছে। এছাড়া শাস্তি হিসেবে ৬০টির বেশি বেত্রাঘাতের কথাও উল্লেখ করা হচ্ছে আইনটিতে। পাশাপাশি হিজাব ছাড়া নারী পরিচালিত ব্যবসা-বাণিজ্যও বন্ধ করার বিধান রাখছে দেশটির সরকার। কঠোর এই আইনটি এখন কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। 

একজন ইরানি মানবাধিকার আইনজীবী হোসেইন রাইসি বলেন, হিজাব আইনের খসড়ায় শাস্তি ১০ বছর করার প্রস্তাব করা হয়েছে। যা হত্যা ও মাদক পাচারের মতো গুরুতর অপরাধের জন্য প্রযোজ্য। এটি একটি অযৌক্তিক আইন।

এদিকে, আইনটি নিয়ে এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন ইরানী নারীরা। তাদের অভিযোগ, মেয়েদের ঘরে বদ্ধ করে রাখার জন্য এই উদ্যোগ নিয়েছে সরকার। 

গত বছর কঠোর পোশাকবিধি অমান্য করায় গ্রেপ্তার করা হয় মাশা আমিনি নামে এক ইরানি তরুণীকে। পরে পুলিশী হেফাজতে তার মৃত্যু হলে হিজাব বিরোধী ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে দেশটির নারীরা।

 

SAI/Bodiar