ক্রীড়া ডেস্ক: জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) মাঠে গড়াবে ১০ই অক্টোবর থেকে। ম্যাচগুলো হবে নির্দিষ্ট কিছু ভেন্যুতে।
খুলনার আবু নাসের স্টেডিয়াম, রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, রংপুর ক্রিকেট গার্ডেন, বরিশাল বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সব মাঠেই খেলা চালানোর মতো ব্যবস্থা রয়েছে। এবারও হোম ও অ্যাওয়ে ভিত্তিতে লিগ খেলার পরিকল্পনা নেই।
এর আগে জাতীয় লিগের ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে ৭ই সেপ্টেম্বর থেকে। আগামী ৩১শে সেপ্টেম্বর ও ১লা অক্টোবর ফিটনেস পরীক্ষা। লিগ শুরুর আগে এক সপ্তাহ হবে স্কিল ক্যাম্প।
sanjida/Bodiar