গাজীপুর সংবাদদাতা: গাজীপুরে অপহরণের অভিযোগে রবিন সরদার নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএনপি) কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান।
তিনি জানান, গত তেসরা সেপ্টেম্বর (রোববার) ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে থেকে ফেরদৌস নামের এক ছাত্রলীগ নেতাকে অপহরণ করে রবিন সরদার ও তার সহযোগীরা। পরে তাকে কুপিয়ে আহত করে ফেলে যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে পরদিন বাসন থানায় একটি মামলা করেন।
শামছুর রহমান আরও জানান, মামলার পর গোপন সংবাদে ঢাকার বিমানবন্দর থেকে রবিনকে গ্রেফতার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পাশের একটি ঘর থেকে বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
lamia/Bodiar