রাজধানীতে শুরু হয়েছে আন্ত: বিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা

প্রকাশিত: ১৪-০৯-২০২৩ ২২:২২

আপডেট: ১৪-০৯-২০২৩ ২২:৩২

ক্রীড়া ডেস্ক: রাজধানীতে শুরু হলো আন্ত: বিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা। ১২টি বিশ্ববিদ্যালয়ের ৬৯ জন দাবাডু অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। আজ (বৃহস্পতিবার) প্রতিযোগিতার উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, মেধা ও সৃজনশীলতা বাড়াতে এই ক্রীড়া ভূমিকা রাখতে পারে। এই আসরের আয়োজন করেছে বাংলাদেশ দাবা ফেডারেশন। যা এই সংস্থার বহুমুখি তৎপরতার অংশ বলে জানালেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীম। 

১২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহনে ঢাকায় শুরু হলো আন্ত:বিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা। এই আসরে অংশ নিচ্ছে মোট ৬৯ জন দাবাড়–। 

জাতীয় ক্রীড়া পরিষদে দাবা ফেডারেশনের হল রুমে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। তিনি বলেন মেধা ও সৃজনশীলতা বাড়তে দাবা খেলার বিকল্প নেই। 

স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে খেলোয়াড় তুলে আনার প্রক্রিয়ার অংশ হিসাবে এই টুর্নামেন্টের আয়োজন বলে জানান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দিন শামীম। 

আগামীতে দাবা খেলোয়াড়দের জন্য উন্নত প্রশিক্ষনের ব্যবস্থা করতে চায় ফেডারেশন। একটি নিজিস্ব ভবন নির্মানের পরিকল্পনা রয়েছে বলেও জানান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক। 

চীনে আসন্ন এশিয়ান গেমসে দাবা থেকে পদক জয়ের স্বপ্ন দেখ দাবা ফেডারেশন।

 

 

 

Saju/prabir