জয় দিয়ে এশিয়া কাপ শেষ করতে চায় বাংলাদেশ

প্রকাশিত: ১৪-০৯-২০২৩ ২১:৫৯

আপডেট: ১৪-০৯-২০২৩ ২২:৫১

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোর পর্বের শেষ খেলায় আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সুপার ফোরে দুই খেলায় জিতে ফাইনাল নিশ্চিত করা ভারতের লক্ষ্য সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা। 

অন্যদিকে, প্রথম দুই খেলায় হেরে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তবে ফাইনালের আশা না থাকলেও, জয় দিয়ে শেষ করতে চায় বাংলাদেশ দল। প্রেমাদাসা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। 

এশিয়া কাপ ক্রিকেটে আরো একটি আসর বাংলাদেশ শেষ করলো ব্যর্থতা সঙ্গী করে। অভিজ্ঞ এবং তারুণ্যের মিশেলে গড়া দল নিয়ে এবারের এশিয়া কাপে বাংলাদেশ মাত্র একটি খেলায় জিততে পেরেছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে এবারের এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে। তাই ভারতের বিপক্ষে খেলাটি বাংলাদেশের জন্য শুধুই নিয়মরক্ষার। 

এই খেলার আগে দলের সকল খেলোয়াড়কে ৩ দিনের ছুটি দিয়েছিলো বোর্ড। অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ছাড়া বাকি খেলোয়াড়ারদের সাথে ভুল ত্রুটি ও সমস্যা নিয়ে কাজ করেছেন হেড কোচ। ৩ দিনের ছুটি শেষে দলের সাথে কলম্বোতে যোগ দিয়ে অনুশীলন করেছেন সাকিব। তবে, পারিবারিক কারণে ছুটিতে থাকায় ভারতের বিপক্ষে খেলতে পারবেন না মুশফিকুর রহিম। বিদায় নিশ্চিত হলেও, ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ দলের খেলোয়াড়রা নতুন উদ্যামে শুরু করতে চান। আগের ম্যাচ গুলোর পরাজয়ের কথা ভুলে জয়ের মন্ত্রে উজ্জীবিত হয়ে খেলতে চায় টিম বাংলাদেশ। 

অন্যদিকে, এবারের এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে বড় জয় পেয়েছে তারা। সহ আয়োজক শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত ফাইনাল নিশ্চিত করেছে। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে রোহিত, কোহলিরা।  

কলম্বোতে বাংলাদেশ ও ভারতের ম্যাচও বৃষ্টিতে বিঘিœত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

 

 

SMS/prabir