শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের ওভার আরও কমলো

প্রকাশিত: ১৪-০৯-২০২৩ ২১:০৭

আপডেট: ১৪-০৯-২০২৩ ২২:১০

ক্রীড়া ডেস্ক: বৃষ্টির কারণে এবার ৪২ ওভারে নেমে এল পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। বৃষ্টির আগে ২৭ ওভার ৪ বলে খেলা বন্ধ হয়ে যায়। 

এদিকে,  ৪২ ওভারে নেমে আসার পর ৩ জন বোলার করতে পারবেন ৮ ওভার করে। দুজন করতে পারবেন ৯ ওভার করে। 

এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরের খেলায় প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান ১৩০ রানে ৫ উইকেট হারানোর পর বেশ চাপে পড়ে। বৃষ্টির আগে ওভার হয়েছে ২৭.৪। বিরতির ঠিক আগে আউট হন মোহাম্মদ নেওয়াজ।   

এর আগে টস জিতে পাকিস্তান ব্যাটিংয়ে ৯ রান তুলতে হারিয়ে বসে ওপেনার ফখর জামানকে (১১ বলে ৪)। লঙ্কান পেসার প্রমোদ মধুশানের বলে বোল্ড হন তিনি।

পাকিস্তান প্রথম ৫ ওভারে ১ উইকেট হারিয়ে তুলে মাত্র ১৩ রান। তবে দ্বিতীয় উইকেটে বাবর আজম ও আবদুল্লাহ শফিক ৬৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলে নেন। ৩৫ বলে ২৯ করে ওয়াল্লালাগের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন বাবর। 

এর আগে বৃষ্টির কারণে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচ দেরিতে শুরু হওয়ায় খেলা ৫ ওভার কমিয়ে ৪৫ ওভার করা হয়। ২ ঘন্টা দেরিতে অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন

 

afroza/prabir