‘আফ্রিকার সাথে বাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে’

প্রকাশিত: ১৪-০৯-২০২৩ ২০:৫৭

আপডেট: ১৪-০৯-২০২৩ ২১:৩৪

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বৈশ্বিকভাবে পুঁজি ও শ্রমের অবাধ প্রবাহ চায় বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, করোনা পরবর্তী বিশ্ববাজারে টিকে থাকতে হলে কমনওয়েলথ ভুক্ত দেশগুলোকে এক হয়ে কাজ করার বিকল্প নেই।

এদিকে, আফ্রিকার সাথে বাংলাদেশের বাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, এক্ষেত্রে বাংলাদেশের ব্যবসার হাব হতে পারে ক্যামেরুন। বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের শেষদিনে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা।  

কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে রাজধানীর একটি হোটেলে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম-২০২৩। এতে অংশ নিয়েছেন ৫৬টি দেশের  বিভিন্ন খাতের প্রায় ৩০০ জন প্রতিনিধি।  

ফোরামের দুইদিনের আয়োজনের শেষদিন বৃহস্পতিবার একটি আলোচনা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আফ্রিকার সাথে বাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে।

এদিন আরেকটি সভায় অংশ নেয়ার পর পরিকল্পনামন্ত্রী বলেন, কমনওয়েলথ দেশগুলোর বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। বিনিয়োগের সুন্দর পরিবেশের কথাও তাদের কাছে তুলে ধরা হয়েছে।

এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ব্যাংকিং সেবায় তৃণমূল পর্যায়ের মানুষের অংশগ্রহণ বাড়াতে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

 

Nijhum/prabir