নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় একটি বহুতল ভবনের তৃতীয় তলায় আগুন লেগে দুইজন দগ্ধ হয়েছে।
আজ বৃহষ্পতিবার (১৪ই সেপ্টেম্বর) ভোরে নিতাইগঞ্জ এলাকার মিয়ার বাড়িতে ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ঋষিপাড়া এলাকার টুম্পা দাস ও অভি দাস।
পুলিশ জানায়, ভোরে ফজলুল মিয়ার বাড়ির তৃতীয় তলার একটি কক্ষে লাগুন লাগে, এসময় ওই ফ্ল্যাটে থাকা টুম্পাসহ তার পরিবারের লোকজন চিৎকার করলে ভবনের অন্য বাসিন্দারা ছুটে গিয়ে আগুন নেভায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে দগ্ধ অবস্থায় টুম্পা ও অভিকে রাজধানীর শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইনিস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, মশার কয়েল থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Prottay/prabir