ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরের খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করছে পাকিস্তান। শুরুতেই ওপেনার ফখর জামান ১১ বলে ৪ রান করে আউট হন প্রমোদ মদুশান এর বলে।
এর আগে বৃষ্টির কারণে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচ দেরিতে শুরু হওয়ায় খেলা ৫ ওভার কমিয়ে ৪৫ ওভার করা হয়। ২ ঘন্টা দেরিতে অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। বাংলাদেশ সময় বিকাল ৫ টা ৪৫ মিনিটে মাঠে গড়ায়।
আজ (বৃহস্পতিবার) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে ম্যাচটি শুর হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি।
ইতোমধ্যে সুপার ফোর পর্বে টানা দুই খেলায় জিতে ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। তাই শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে জয়ী দল ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে।
পাকিস্তান স্কোয়াড :
ফখর জামান, আবদুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, জামান খান।
শ্রীলঙ্কা স্কোয়াড :
পাথুম নিসাঙ্কা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাউইক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (সি), দুনিথ ওয়েললাগে, মহেশ থেকশানা, প্রমোদ মদুশান, মাথিশা পাথিরানা।
afroza/prabir