ক্রীড়া ডেস্ক: বৃষ্টির কারণে এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরের গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি।
সময় মত টস করতে নামতে পারেননি দুই দলের অধিনায়ক দাসুন শানাকা এবং বাবর আজম।
আপাতত বৃষ্টি থামার অপেক্ষায় দুই দলের অধিনায়ক এবং আম্পায়াররা। বৃষ্টি থামার পরপরই খেলা হয়তো শুরু করা সম্ভব হবে না। কারণ, মাঠ খেলার উপযোগি করতেও সময়ের প্রয়োজন।
ক্রিকইনফোর আপডেট বলছে, নতুন করে বৃষ্টি বাধা না থাকলে টসের ঠিক আধা ঘণ্টা পর বল মাঠে গড়াবে।
ইতোমধ্যে সুপার ফোর পর্বে টানা দুই খেলায় জিতে ইতোমধ্যেই ফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। তাই শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে জয়ী দল ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে।
অন্যদিকে, এবারের এশিয়া কাপের শিরোপার অন্যতম দাবিদার মূল আয়োজক পাকিস্তান। যদিও ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরে রান রেটে পাকিস্তান কিছুটা পিছিয়ে আছে। তবে লঙ্কানদের বিপক্ষে জয় নিয়ে ফাইনালে খেলার লক্ষ্য পাকিস্তান দলের। বৃষ্টির কারণে যদি খেলা না হয় তাহলে নেট রান রেটে এগিয়ে থাকায় শ্রীলঙ্কা ফাইনালে উঠে যাবে।
afroza/prabir