নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদেরকে বিগত ১৫ বছর তাঁর সরকারের উন্নয়ন কাজ তুলে ধরতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে সিটি কর্পোরেশন থেকে তৃণমূলের ইউনিয়ন পর্যন্ত ৫ স্তরের স্থানীয় সরকারের ৮ হাজার নির্বাচিত জনপ্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি হিসেবে সমবেত হন।
স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে এই জমায়েতে প্রধানমন্ত্রী তাদেরকে বলেন, জনগণ যেন আবার ভোট দেয় সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে গণভবনে বৃহস্পতিবার নির্বাচিত জনপ্রতিনিধিদের সমাবেশের আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রায় ৮ হাজার নির্বাচিত জনপ্রতিনিধি অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঞ্চে প্রধানমন্ত্রীকে সামনে রেখে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের নিজ নিজ এলকার কর্মকা- সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করার প্রত্যয়ও জানান তারা।
তিন ঘন্টার বেশি সময় ধরে তৃণমূলের জনপ্রতিনিধিদের বক্তব্য শোনেন প্রধানমন্ত্রী। পরে তিনি তাদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। বিএনপি শাসনামলের চেয়ে স্থানীয় সরকারে বরাদ্দ বহু গুণ বাড়িয়েছে আওয়ামী লীগ সরকার। দেশের অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহবান জানান তিনি।
এসময়, মানুষের আস্থা বিশ্বাস অর্জন করে তৃণমূলের জনপ্রতিনিধিদের এগিয়ে যাবার কথা বলেন প্রধানমন্ত্রী।
সরকারপ্রধান বলেন, বিশ্বে যে মর্যাদার আসনে আছে বাংলাদেশ তা ধরে রাখতে হবে। সীমিত সম্পদ নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, স্থিতিশীল পরিবেশ, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই প্রত্যন্ত এলাকায় উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ আবার সরকারে আসলে আরো উন্নত হবে।
অনুষ্ঠান শেষে গণভবনে নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেন প্রধানমন্ত্রী।
AR/prabir