রাজবাড়ী সংবাদদাতা: লিবিয়ায় ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় রাজবাড়ী জেলার দুই জনসহ ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১৩ই সেপ্টেম্বর) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজবাড়ী জেলার নিহতরা হলেন, পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ধোপাকেল্লা গ্রামের দুলাল খানের ছেলে সুজন খান (২৩) ও একই উপজেলার হাবাসপুর ইউনিয়নের আরশেদ মন্ডলের ছেলে শাহিন রেজা (৪০)।
জানা যায়, সুজন ২০১৯ সালে এবং শাহিন ১০ মাস আগে লিবিয়াতে যায়। ঘূর্ণিঝড় ড্যানিয়েলে সৃষ্ট বন্যায় তাদের মৃত্যু হয়। দুজনকেই লিবিয়াতে দাফন করা হয়েছে। তাদের অকাল মৃত্যুতে বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Kaniz/sat