খুলনা প্রতিবেদক: খুলনার ডুমুরিয়া উপজেলার খুটাখালী ও কুলবাড়িয়া বিলের বিস্তীর্ণ এলাকাজুড়ে চাষ হচ্ছে সবজি ও তরমুজ। বিলের পাড় ও পড়ে থাকা বিপুল জমি এতদিন খালিই পড়ে থাকতো। তবে নানান জাতের সবজি আর তরমুজের আবাদে সেসব পড়ে থাকা জমি এখন কৃষকদের লাভবান করছে। এক্ষেত্রে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ।
দক্ষিণাঞ্চলে চাষাবাদের সবচেয়ে বড় সংকট লবণ পানি। তবে, দিন বদলেছে, আধুনিক কৃষি পদ্ধতিকে কাজে লাগিয়ে লোনাপানিকে জয় করে এ অঞ্চলে এখন বাড়ছে সবজিসহ নানা ফলের চাষ। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খুটাখালী বিল ও কুলবাড়িয়া বিলেও তেমন চাষাবাদ চলছে। যা বদলে দিয়েছে এই বিল ঘিরে জীবিকা উপার্জন করা হাজারো মানুষের জীবনমান।
বছর সাতেক আগে এই দুই বিলে শুধু লোনাপানির চিংড়ি চাষ হত। কিন্তু শুষ্ক মৌসুমে জেগে থাকা বিলের জমি ও পাড় ফাঁকা পড়ে থাকতো। কিন্তু সেই অবস্থা এখন আর নেই। জোয়ারের সময় নদীর লবণাক্ত পানি না তুলে খালের সংরক্ষিত মিষ্টি পানি সেচ দিয়ে কৃষকরা এখন সেসব জমিতে চাষ করছেন লাউ, শশা, করলা, সীমসহ নানাজাতের সবজি। এছাড়া বিলের প্রায় ৩০১ হেক্টর অনাবাদী জমিতে চাষ করা হচ্ছে অসময়ে তরমুজ। তাতে ভালো লাভও পাচ্ছেন কৃষকরা।
লোনাজলের উপযোগী সবজি চাষের পাশাপাশি অসময়ে তরমুজ চাষে কৃষকদের উৎসাহ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী পতিত থাকা সব জমি চাষের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান তারা।
Priyonty/sat