নাটোর-৪ আসনে মনোনয়ন প্রত্যাশীদের দৌঁড়ঝাঁপ

প্রকাশিত: ১৪-০৯-২০২৩ ০৯:০০

আপডেট: ১৪-০৯-২০২৩ ০৯:১৯

নাটোর সংবাদদাতা: নাটোর-৪ আসনের উপনির্বাচন সামনে রেখে দৌঁড়ঝাঁপ চলছে মনোনয়ন প্রত্যাশীদের। আওয়ামী লীগের এই শক্ত ঘাঁটিতে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মূলত দলটির নেতাদেরকেই মাঠে দেখা যাচ্ছে। অনানুষ্ঠানিক প্রচার প্রচারণা চালাচ্ছেন তারা। ছড়িয়েছে উত্তেজনাও। মনোনয়ন প্রাপ্তিকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। তফসিল অনুযায়ী নাটোর-৪ আসনের সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ সময় ১৭ই সেপ্টেম্বর। 

আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হতে মাঠ চষে বেড়াচ্ছেন নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সমন্বয়ে গঠিত নাটোর-৪ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীরা। গত ৩০শে আগস্ট সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। নাটোর-৪ আসন বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। তাই এই দলের প্রার্থী হতে আগ্রহীর সংখ্যাই বেশি, অন্য দলের মনোনয়ন প্রত্যাশীর তৎপরতা তেমন চোখে পড়ছে না। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রয়াত সংসদ সদস্যের মেয়ে কুহেলী কুদ্দুস। নির্বাচিত হয়ে পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চান তিনি। 

তবে গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা মনে করেন, আওয়ামী লীগের ত্যাগী কোন নেতাকে দলের মনোনয়ন দেয়া উচিত। আর বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন আশাবাদী, উন্নয়ন ও যোগ্যতার বিবেচনায় দল তাকেই মনোনয়ন দেবে। 

মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী আরও অনেক আওয়ামী লীগ নেতা। আগামী ১১ই অক্টোবর নাটোর-৪ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

FR/sat