চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে দুদকের অভিযান

প্রকাশিত: ১৩-০৯-২০২৩ ২২:৫৯

আপডেট: ১৩-০৯-২০২৩ ২২:৫৯

চট্টগ্রাম প্রতিবেদক : নকশা অনুমোদন ফরম বিক্রি করা টাকা সরকারি কোষাগারে জমা না দেয়ার অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। 

আজ (বুধবার) দুপুরে এ অভিযানের নেতৃত্ব দেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ নাজমুচ্ছায়াদাত। 

এ সময় প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে টাকা জমা না দেয়ার ঘটনায় বিভিন্ন নথি পরীক্ষা নিরীক্ষা করেন তারা।

দুদকের উপ পরিচালক জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিডিএ কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়েছে, যাচাই বাছাই শেষে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

 

Priyonty/Bodiar